কোটচাঁদপুরে মিড ডে মিল চালু
1 min readব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নের মানিকদিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্কুলটিকে মিড-ডে মিল উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুন।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুনের নিজস্ব তহবিল হতে তাঁর উদ্দ্যোগে উপজেলার সাবদারপুর ইউনিয়নের মানিকদিহি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মিড ডে মিল -২০১৭ উদ্বোধন করেন।
উদ্বোধনী মিড ডে মিল এর আয়োজিত অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের গর্বিত সন্তান বীরমুক্তিযোদ্বা, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মোঃ কায়দার রহমান দাদাজান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মাজেদুল রহমান, মানিকদিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শহিদুল ইসলাম, ওই বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই মিড ডে মিল ঘিরে এলাকায় অভিভাবক, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার সাধরন মানুষের মাঝে ব্যাপক কৌতুহল ও আবেগঘন আনন্দময় পরিবেশ তৈরি করেছে।
তারেক মাহমুদ
ঝিনাইদহ।