কোটচাদপুর থেকে বিদেশী রিভলবার ও মাদক সহ ৩ জনকে আটক করেছে র্যাব ৬

আটককৃত অস্ত্র

ঝিনাইদহের কোটচাদপুর থেকে ১টি বিদেশী রিভালবার, ৪০রাউন্ড গুলি, ২ বোতল বিদেশি মদ, ১২ বোতল ফেন্সিডিল, ৭০ পিছ ইয়াবা ও দেশিয় অস্ত্র সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৬। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যা ব-৬ এ ঘটনা জানিয়েছেন।

র্যাব-৬ এর কম্পানি কমান্ডার মোঃ মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কোটচাদপুর উপজেলার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল ইসলাম পাঠানের বাড়ীতে অভিযান চালিয়ে তার শোবার ঘর তল্লাসি করে বালিশের নিচ থেকে ১টি বিদেশি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি ও খাটের নিচ থেকে ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল ও ১টি বিদেশি ছোরা এবং ২বতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও অপর দুই আসামির মধ্যে মোঃ মিলন হোসেনের কাছ থেকে ১২বতল ফেন্সিডিল ও মধুর কাছ থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে র্যাব-৬ এর সদস্যরা।
এছাড়াও সেখান থেকে নগদ ১লক্ষ ১৯ হাজার টাকা ও ৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
