কোয়াটার ফাইনালে কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়ন
1 min readঝিনাইদহ জেলা জেলা প্রশাসক আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ টুর্নামেন্ট কোয়াটার ফাইনালে উঠেছে কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নকে হারিয়ে সিমলা রোকনপুর ইউনিয়ন কোয়াটার ফাইনালে উঠে।
সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সিমলা রোকনপুর ইউনিয়ন ৫ গোল করে এবং মনোহরপুর ইউনিয়ন ফুটবল ১ গোল করে।
খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাসসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার মাঠে হরিণাকুন্ডুর চাদপুর ইউনিয়ন ও মহেশপুরের এস,বি,কে ইউনিয়নের মধ্যে ৬ষ্ট খেলা অনুষ্টিত হবে।