খুলনা বিভাগীয় কমিশনারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্ক পরিদর্শন
1 min readঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্ক পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস ছামাদ। শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠের নামে এই পার্কে তিনি পরিদর্শণে আসেন।
২০১৬ সালের ৩১ অক্টোবর পার্কটি উদ্বোধন করা হয়। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে পার্কটির উন্নয়ন কাজ নিয়ে আলোচন করেন। এসময় তিনি পার্কের সাথে থাকা পরিত্যাক্ত নীলকুঠি ভবন পূনঃনির্মাণ করে গেষ্টহাউজ করার পরামর্শ দেন। এছাড়া নীলকুঠি ভবণ থেকে নেমে আসা সিড়িটি দর্শণার্থীদের জন্য মেরামত করার নির্দেশ দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বহী অফিসার আশাফুর রহমান, জেলার ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও সুপ্রভাত চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি চৌধরী রওশন ইসলাম, মহেশপুর উপজেল মুক্তিযোদ্ধা কমান্ডার ড. মালেক গাজি, ডেপুটি কমান্ডার আবুল আওয়াল, মাতৃভাষা গণগ্রন্থগারের প্রতিষ্ঠাতা পলিচালক এমকে টুটুল, এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধরী লুথান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজের প্রভাষক বজলুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা।