খুলনা বিভাগের ১০ জেলার সব রুটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট
1 min readবাস চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি ।
খুলনা বিভাগের ১০ জেলার সব রুটে রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট চলবে।শনিবার (২৫ ফেব্রুযারি) দুপুরে চাঁচড়া শ্রমিক ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ফেডারেশনের নেতারা এ ঘোষণা দেন।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ ফুলু বলেন, জামির হোসেনের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি এ কর্মসূচি ঘোষণা করেছে।