খড়িখালি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
1 min read
ঝিনাইদহ সদরের খড়িখালি নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (২৫) একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪ টার দিকে। নিহত মামুন মেহেরপুর সদর থানার হাসনাবাদ গ্রামের শামছুল আলমের ছেলে। দূর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে থাকা ঝিনাইদহ সদর থানা পুলিশের এসআই কবির হোসেন ও ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, জেলার সদর উপজেলার খড়িখালি নামক স্থানে যশোর থেকে ঝিনাইদহগামী গম বোঝাই ট্রাকের সাথে ঝিনাইদহ থেকে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হয়। তবে ঘটনাস্থলে আহতদের পাওয়া যায়নি।
তারেক মাহমুদ