গণহত্যা দিবস উপলক্ষ্যে মহেশপুরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
1 min readশনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গণহত্যা দিবস উপলক্ষ্যে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দী হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দীন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, কোটচাঁদপুর পৌর কাউন্সিলর ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, আশরাফুন্নাহার শিউলী, শেখ হাশেম আলী, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ।
পরে উপজেলা আওযামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।