Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন জহির রায়হান

1 min read
গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন জহির রায়হান

গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন জহির রায়হান

গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন জহির রায়হান
গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন জহির রায়হান

রাস্তার পাশে ও স্কুল-কলেজের ফাঁকা জায়গায় নিজ খরচে গাছ লাগিয়ে রেকর্ড গড়েছেন ঝিনাইদহ সদরের রংমিস্ত্রি জহির রায়হান। এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি চারা লাগিয়েছেন তিনি। পাশাপাশি বিতরণ করেন প্রায় ৫০ হাজার চারা। সেইসাথে পাখির আশ্রয় ও বাসা বাঁধতে গাছে গাছে বেঁধে দেন অসংখ্য মাটির কলস। তাইতো জহির রায়হানকে অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রশাসনসহ সবস্তরের মানুষ।

পেশায় রংমিস্ত্রি জহির রায়হান কাজের জন্য ঘুরে বেড়ান ঝিনাইদহের বিভিন্ন উপজেলায়। কিন্তু যেখানেই যান, সেখানেই গাছ লাগান। তার এই বিচিত্র নেশার শুরু ১৯৯০ সালে। নিজের আগ্রহে ঝিনাইদহ সদরসহ ছ’টি উপজেলার স্কুল-কলেজের ফাঁকা জায়গা ও রাস্তার পাশে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি গাছের চারা লাগিয়েছেন। পাশাপাশি নিজ খরচ অন্তত ৫০ হাজার চারাও বিতরণ করেছেন তিনি। সেইসাথে পাখির আশ্রয়ের জন্য গাছে গাছে বেঁধে দিচ্ছেন মাটির কলস।
এমন মহান কাজের জন্য জহিরকে নিয়ে গর্ববোধ করেন এলাকাবাসী।

জহির রায়হানের মতো পাখি ও গাছপ্রেমী মানুষ প্রতিটি এলাকায় থাকলে দেশের চেহারা পাল্টে যাবে বলে মনে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

টানাটানির সংসারে গাছ লাগানো ও চারা বিতরণের পাশাপাশি হতদরিদ্র ৮ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচও বহন করেন তিনি। সেইসাথে এলাকার প্রতিবন্ধীদের বাড়িতে নিজ খরচে তৈরি করে দেন ফলজ ও বনজ বাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *