গাড়াগঞ্জে এনজিও অফিসে ডাকাতি
1 min read
ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জে ব্যুরো বাংলাদেশ নামের ক্ষুদ্র ঋণ প্রকল্পের একটি এনজিও অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল বুধবার রাত ২টার দিকে এনজিও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ব্যবহৃত ৩টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
শৈরকুপার শাখা ব্যবস্থাপক ইদ্রিস মোল্যা বলেন, বুধবার রাত ২টার দিকে ৫/৬ জনের একটি ডাকাত দল অফিসের তালা ভেঙ্গে ভিতোরে প্রবেশ করে। এরপর তারা অফিসের আবাসিক এলাকায় ২জন এনজিও কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আমার ও আমার ২জন কর্মীর ৩টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গাড়াগঞ্জে একটি এনজিও অফিসে তালা ভেঙ্গে ৩টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
এ ব্যপারে শৈলকুপা থানায় একটি জিডি হয়েছে।