গাড়াগঞ্জ বাস-ট্রাক সংঘর্ষ আহত অন্তত ২০
1 min readঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। দমকল বাহিনী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর আড়াইটার দিকে।
শৈলকুপা দমকল বাহিনীর স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে আসা পাবনা গামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়াগঞ্জ জেভি পেট্রল পাম্পের সামনে পৌছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন ও শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। বাসটির অধিকাংশ যাত্রী পাবনা ও কুষ্টিয়া এলাকার ।