ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড, আহত ৬
1 min read
ঝিনাইদহে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। সেসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদসহ ছাত্রদলের ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ জেলা বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের ব্াধা পেয়ে মিছিলকারীরা শহরের পোষ্ট অফিস মোড়ে সমাবেশ শুরু করে। সেময় ছাত্র লীগ নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া করে।
এঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, ছাত্রদল নেতা সোহান, রহমত, শাকিব, প্রলয়, নয়ন ও দাউদ সহ ৬ জন আহত হয়। আহতদেরকে ঝিনাইদহ সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।