জনগণকে আন্দোলনে নামার আহ্বান ফখরুলের
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: ভোট আর গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে দেশের জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে জনগণের ঐক্য জরুরি। একই সঙ্গে প্রয়োজন জনগণের আন্দোলন। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সরকার নিজেদের দুর্নীতিকে বৈধ করতেই জনগণের পকেট কেটে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘নিজের দুর্নীতিকে বৈধতা দেয়ার জন্য, দুর্নীতি করার জন্য প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে সরকার। এই দুর্নীতিবাজ সরকার আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে, মানুষের পকেট কেটে নিয়ে দুর্নীতি করছে, সম্পদের পাহাড় গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিদেশে কাজ করা শ্রমিক ভাইদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশ টিকে আছে। তাদের টাকাগুলোকেও সরকার লুটপাট করছে।’
শুধু গণতন্ত্র নয়, স্বাধীনতা ও আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আজ জনগণের অর্থাৎ শ্রমিক-জনতার ঐক্য জরুরি বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
সমাবেশ শেষে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাকরাইল প্রদক্ষিণ শেষে আবার নয়াপল্টনে শেষ হয়।