জমাজমির বিরোধে জাড়গ্রামে দু’দল গ্রামবাসির সংঘর্ষে নারিসহ ৮ জন আহত
1 min readজমাজমির বিরোধ নিয়ে ঝিনাইদহে দু’দল গ্রামবাসির সংঘর্ষে নারিসহ ৮ জন আহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার জাড়গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, জাড় গ্রামে শরিফুল ইসলাম ও নূরুল ইসলামের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি নিয়ে তুমূল সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করাে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।