জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গনহত্যা দিবস ঘোষণার দাবীতে ঝিনাইদহে মানব বন্ধন অনুষ্ঠিত
1 min readশনিবার ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় গনহত্যা দিবস কে আন্তর্জাতিক গন হত্যা দিবস হিসাবে জাতিসংঘকে ঘোষণার দাবিতে ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটটের বিকাল ৩.৩০ মিনিটে ঝিনাইদহ পি টি আইয়ের সামনের সড়কের পশ্চিম পাশে লম্বা সারিতে দাড়িয়ে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন পিটিআই সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান এ সময় আরো উপস্থিত ছিলন ইন্সট্রাক্টর সুবোধ কুমার রায়, আলী আহসান, রাকিব উল্লাহ শাকিলা পারভীন, নাজনীন আখতার,ফাতিহা সুলতানা প্রমুখ। মানব বন্ধনে পিটিআই সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান ২৫ শে মার্চ কে জাতীয় গন হত্যা দিবস ঘোষণা করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ঝিনাইদহ পিটিআইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান সেই সাথে জাতীয় গনহত্যা দিবস কে আন্তর্জাতিক গন হত্যা দিবস হিসাবে জাতিসংঘকে ঘোষণার দাবি জানান।
এই মানব বন্ধনে” ২৫ মার্চ যারা বহিয়েছিল রক্ত নদী, তারা পাপী, অভিশপ্ত, তারাই বিবাদী, স্রদ্ধা লও ছালাম লও হে ঘুমন্ত শহীদেরা গণহত্যা দিবসকে আন্তর্জাতিক দিবস চাই মোরা। গনহত্যা দিবস হোক আন্তর্জাতিক দিবস, গন হত্যা দিবসে শহীদের স্মরি হত্যাকারীদের ঘৃণা করি, গণহত্যা দিবসে যারা হত্যাকারী তাদের বিচার দাবী করি, ২৫ শে মার্চ গনহত্যা দিবস বিশ্বের এক জঘন্য ভয়াভহ কাল রাত্রি, হে নিষ্ঠুর নির্মম পাকিস্থানি বাহিনী তোমাদের আমরা আজও ক্ষমা করিনি।” এই সব শ্লোগান লেখা ফেস্টুন হাতে সকল বিপি এড শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ এবং পিটিআইয়ের সকল শিক্ষক বৃন্দের উপস্থিত ছিল ।