জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ফণীর কারণে শনিবার (০৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এর আগে শনিবারের এইচএসসি পরীক্ষাও পেছানো হয়েছে ফণীর কারণে।
প্রসঙ্গত, ইতোমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার (৩ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঝড়ের পাশাপাশি সেখানে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার। পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের ১১ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।