জাতীয় শিশুকিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ তে মহেশপুর পাইলট মডেল স্কুলের শিক্ষার্থীদের সাফল্য
1 min readজাতীয় শিশুকিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮ এ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। গত ৩ জুন ১৮০টি শেখ রাসেল কম্পিউটার ল্যাবে শিশুকিশোর প্রোগ্রামিং অনলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সারাদেশ থেকে ২৭০০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৮০ জন শিক্ষার্থীকে বাছায় করে তথ্য ও যোগাযোগ মন্ত্রনারয় কর্তৃপক্ষ।
প্রতিযোগীতায় মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয়, চতুর্থ ও নবম স্থান অধিকার করে। এরমধ্যে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ রায়হান মাহি দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়া দশম শ্রেণির শিক্ষার্থী রাতুল হাসান রাব্বি চতুর্থ এবং নবম শ্রেণির শিক্ষার্থী নাফিস শাহরিয়ার শান নবম স্থান অধিকার করে।
গতকাল তাদের এই সফলতার সংবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদেও মধ্যে আনন্দের বণ্যা বয়ে যায়। সফল শিক্ষার্থীদেও ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জহুরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
তারেক মাহমুদ,
ঝিনাইদহ।