জেলার ১১ নেতা বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে

জেলার ১১ নেতা বিএনপির সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে

কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া ঝিনাইদহের নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
শৈলকুপার জয়ন্ত কুমার কুন্ডুু সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদকে মানবাধিকার বিষয়ক সম্পাদক, জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আমিরুজ্জামান খান শিমুল সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব, সাহানা রহমান রানী, মীর রবিউল ইসলাম লাভলু, আবু সাইদ এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
মনির খান এর আগে কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমিরুজ্জামান খান শিমুল ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।