Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহের কালিগঞ্জে র‌্যাব-৬ এর সাথে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

1 min read
শৈলকুপায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

শৈলকুপায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

ঝিনাইদহের কালিগঞ্জে র‌্যাব-৬ এর সাথে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের কালিগঞ্জে র‌্যাব-৬ এর সাথে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ নরেন্দ্রপুর এলাকার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছব্দুল মন্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১০০ বোতল ফেনসিডিল, ১৫০ পিস ইয়াবা, একটি হেলমেট ও ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।
ঝিনাইদহ র‌্যাব -৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি গোলাম মোর্শেদ জানান, রোববার রাত আনুমানিক ২টার দিকে নরেন্দ্রপুর নামক স্থানে তাদের একটি টহল টিম চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিল। সেসময় ওই স্থান দিয়ে একটি মোটরসাইকেলে ২-৩ জন লোক ঘটনাস্থলে যাওয়ার সময় র‌্যাব তাদের গতিরোধ করে। এসময় মোটরসাইকেল আরোহীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে । র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির শেষে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সব্দুল গুলিবিদ্ধ হয়। পরে সবদুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সবদুল মন্ডল নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের ছেলে। গ্রামের একটি সূত্র দাবি করেছে, সবদুল একসময় মাদক ব্যবসা করতেন। পরে তিনি মাদক ব্যবসা ছেড়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। তবে রাত গভির হওয়ায় এই তথ্য অন্য কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বন্দুকযুদ্ধে নিহতের লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *