ঝিনাইদহের কালীগঞ্জে হাসপাতাল সড়কটি বেহাল দশা
1 min readকয়েকদিনের ভারীবর্ষণে ঝিনাইদহের কালীগঞ্জের হাসপাতাল সড়কটি দেহাল দশা। সড়কের অধিকাংশ ছোট বড় গর্ত ও খানা খন্দ সৃষ্টি হয়েছে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে পৌরবাসী। কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ন সড়কটি হচ্ছে হাসপাতার সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করছে শত শত যানবাহন, রোগী ও পথচারী। গতকাল কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড, হাসপাতাল সড়কটিতে গিয়ে দেখা যায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকাই দেখা দিয়েছে এ জলাবদ্ধতা ও কাদামাটি। এতে এ অঞ্চলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে হাসপাতাল, স্কুল, কলেজ, অফিসগামী জনসাধারন পড়েছে চরম বিপাকে। শহরের ফয়লা, পুরাতনবাজার সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে তা ঘরবাড়িতেও প্রবেশ করছে। কালীগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেনীর হলেও সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, পুরাতন বাজার, বোর্ডস্কুল, অগ্রণী ব্যাংক রোড, সলিমুন্চ্ছো বালিকা বিদ্যালয়, গোহাটা, দাসপাড়া রোডে ছোট বড় গর্ত ও খানা খন্দ সৃষ্টি হয়েছে পচা কাদা মাটির গন্ধ মধ্যে চলাচল করতে হয় ৩নং (ফয়লা) ওর্য়াড পৌরবাসীদের। ৩নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম মিঠু বলেন, মেয়র সাবেক কে অনুরোধ করে বলা শর্তে কোন কাজ হচ্ছেনা। ৩নং ওয়ার্ড (ফয়লা) পৌর ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, জীবনের ঝুকি নিয়ে এ খানে বসবাস ও ব্যবসা করছি। রোগী বহন কারী ইজি বাইক চালক আঃ রহিম বলেন, হাসপাতাল এ রোগী নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয় কখন বুঝি গাড়ী নিয়ে পাল্টিখায়। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলী জানান, অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে।