ঝিনাইদহের কোটচাদপুরে স্বর্ণ সহ আটক ২
1 min read
ঝিনাইদহের কোটচাদপুরে স্বর্ণ সহ আটক ২ (ছবি- সংগৃহীত)

ঝিনাইদহের কোটচাদপুর থেকে একটি যাত্রীবাহি পরিবহনে তাসী চালিয়ে স্বর্ণ সহ ২ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮ টার দিকে স্বর্ণ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। উদ্ধার কৃত স্বর্ণের পরিমাণ ১ কেজি ১শ’ ৫০ গ্রাম। আটককৃতরা হল, চুয়াডাঙ্গার জীবননগরের ফায়জুল্লার ছেলে ওবায়দুল্লাহ ও একই এলাকার সস্তি কর্মকারের ছেলে সুনিল কর্মকার।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী জেআর পরিবহনের একটি বাস ঝিনাইদহের কোটচাদপুর থানার সামনে পৌছালে পুলিশ তার গতিরোধ করে। এসময় বাসে তল্লাসী চালিয়ে ওবায়দুল ও সুনিল কর্মকারকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সোনার বার ও স্বর্নের চেন সহ ১ কেজি ১শ’ ৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মুল প্রায় ৪০ লক্ষ টাকা।
তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।