ঝিনাইদহের জঙ্গী আস্তানা বোমার বিষ্ফোরনে ধংস
1 min readঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানার ভেতর উদ্ধার হওয়া বোমাগুলি বিষ্ফোরন ঘটিয়ে নিষ্ক্রীয় করার সময় এই বাড়ীটি সম্পুর্ন ভাবে ভেঙ্গে চুরমার হয়ে যায়।
ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গী আস্তানার অভিযান শেষ ঘোষনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ দুপুর ২ টার দিকে এ অভিযান শেষ করা হয়। ৪ ঘন্টা ৪৫ মিনিট এ অভিযান চলে। অভিযান চলাকালে বিস্ফোরনের মাধ্যমে নিষ্কিয় করা হয় ৫ টি শক্তিশালী বোম।
বেলা ৩ টার দিকে প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজ দিদার আহম্মেদ এ তথ্য জানান। আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২০ টি কেমিকেল ভর্তি কন্টেইনার, ১০০ টি লোহার বল, ৩টি সুইসাইডাল ভেষ্ট, ৯টি সুইসাইডাল বেল্ট, বিপুল পরিমান ইলেকট্রিক সার্কিট, ১৫ টি জিহাদী বই, ১ টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, বিপুল পরিমান বিস্ফোরক, ৬টি শক্তিশালী বোমা। এর মধ্যে ৩টি সুইসাইডাল ভেষ্ট ও ২ টি বোম নিস্কৃীয় করা হয়েছে।
এর আগে গতকাল বিকেলে পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা নও মুসলিম আব্দুল¬াহ’র বাড়ীটি ঘিরে রাখে কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্যরা। পরে আজ সকাল সোয়া ৯ টা থেকে অভিযান শুরু করে তারা।
প্রেসব্রিফিংয়ে খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারসহ পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান, বোম ডিস্পোজাল ইউনিটের প্রধানসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।