ঝিনাইদহের ভুট্টোর ক্ষেতের পাতা ভাঙ্গাকে কেন্দ্র করে বাড়ি ভংচুর ও লুটপাঠ, আহত ৩
1 min readঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে ভুট্টো ক্ষেতের পাতা ভাঙ্গাকে কেন্দ্র করে ৮/১০ জনের একটি দল হামলা চালিয়ে রফিকুল নামে এক জনের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে নারী পুরুষ সহ ৩ জনকে আহত করে।
হামলায় আহত সাধুহাটি গ্রামের রফিকুল ইসলাম ছেলে আবু কাসেম (২৫) জানায়, তার বাড়ির পাশে শাহাজানের ২ বিঘা জমিতে ভুট্টার আবাদ আছে। সেই ক্ষেত থেকে বাড়ির পাশের লোকজন পাতা তুলে প্রতিনিয়ত গরু ছাগল কে খাওয়ায়।
যা জমির মালিকের নিকট রফিকুলের পরিবার বলে দেওয়ার কারনে শুক্রবার নুরুল হুদার নেতৃত্বে ৮/১০ জনের একটি দল আমাদের উপর হামলা চালিয়ে আমাকে এবং আমার বোন শাহিনুর (৩৮) আমার ভাবি ফাতেমা (২৪) কে লাঠি দিয়ে পিটিয়ে আহত এবং ঘরের ভিতর গিয়ে ভাংচুর করে ঘরে থাকা ১৩ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণের অলংকার নিয়ে চলে যায়। উক্ত ঘটনা কে কেন্দ্র করে আহত ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ ঘটনার স্বীকার করে বলেন মামলার প্রস্তুতি চলছে।