ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহি বাসে ককটেল নিক্ষেপ
1 min readঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহি বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি, বাসটির সামনের গ্লাস ভেঙ্গে গেছে। রবিবার রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গার এ মহা সড়কটির ঘটনাস্থল এলাকাটিতে পুলিশ অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গার জীবননগরে যাচ্ছিল। পথিমধ্যে খালিশপুরে দুর্বৃত্তরা বাসটির উপর হামলা করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) লিয়াকত হোসেন জানান, বাসটিতে ককটেল নয়, ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা । তিনি বলেন যাত্রীবাহী বাসটি নিরাপদে যেতে সক্ষম হয়েছে।