ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার
1 min read
ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে এলাকাবাসী মাঠের একটি কলােেত অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান, খবর পেয়ে ভাটই বঙ্গবন্ধু মেমোরিয়াল কলেজের পাশের একটি কলাতে থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।