Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহের সেই মসলেম পেলেন ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড

1 min read

ঝিনাইদহের সেই মসলেম পেলেন ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড

 

 

 

ঝিনাইদহের সেই মসলেম পেলেন ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড
ঝিনাইদহের সেই মসলেম পেলেন ফেসবুকের বদৌলতে বয়স্ক ভাতার কার্ড

পাঠকদের ঝিনাইদহ শহর সংলগ্ন কোরাপাড়া বটতলা এলাকার কলোনীপাড়ার সেই হতদরিদ্র মসলেমের কথা নিশ্চয় মনে আছে আপনাদের। যাকে নিয়ে আমি ফেসবুকে, বিভিন্ন পত্র পত্রিকায়, নিউজ পোর্টালে একটা প্রতিবেদন দিয়েছিলাম। খবরটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে।

বৃদ্ধ বয়সে সমলেমের এই দু:সহ যন্ত্রনার খবর পড়ে ব্যথিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যায়ের বিভিন্ন উইং, খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়, সমাজসেবার ডিজি মহোদয়, মান্যবর ঝিনাইদেহর জেলা প্রশাসক, ঝিনাইদহ সমাজ সেবার ডিডি মহোদয় ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সবাই হতদরিদ্র মসলেমের পাশে দাড়ান। জেলা সমাজসেবা অফিস তাৎক্ষনাৎ মসলেমকে দশ হাজার টাকা প্রদান করেন। সেই টাকা জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার মসলেমের হাতে তুলে দেন। সেই চিত্রও আমরা আপনাদের জানিয়েছি।

ঘটনার পরদিন ফেসবুকে খবর পড়ে ঝিনাইদহ শহর সমাজসেবা কর্মকর্তা হোসেন খান ছুটে যান মসলেমের জীর্ন কুঠিরে। তথ্য সংগ্রহ করে তাকে দ্রুত বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থা করেন। অবশেষে সেই কাজটি মঙ্গলবার সমাধান করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান। দেরি না করে তিনি মসলেমের হাতে তুলে দেন বয়স্ক ভাতার কার্ড।

অপেক্ষায় থাকা সেই মহেন্দ্রক্ষনের সফল পরিসমাপ্তি ঘটে। আপনাদের ভালবাসায় সিক্ত হন গরীব মসলেম। দারিদ্রতা পরোপুরি জয় করতে না পারলেও কিছুনা স্বস্তি মিলেছে তার। জয় হলো মানবতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *