Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহের সেই শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

1 min read

ঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুদকের মামলার হাজিরা দিতে গিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছিল। এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

ঝিনাইদহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহমেদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৫ এপ্রিল মামলার হাজিরা দিতে এসেছিলেন এ শিক্ষা কর্মকর্তা। মামলার হাজিরা দিতে আসলে তাকে জেল হাজতে পাঠানো হয়। জেলে প্রেরণ করায় তাকে ‘বিএসআর পার্ট-১ এর ৭৩ নং বিধির নোট-(২)’ অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বরখাস্ত থাকাকালীন মুশতাক আহমেদ প্রচলিত বিধি মতে খোরাকি ভাতা পাবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *