ঝিনাইদহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু
1 min readবাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট এর অংশ হিসেবে ঝিনাইদহে সকাল থেকেই দুরপাল্লার যানবাহন সহ সকল প্রকার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে।
রোববার ভোর ৬টা থেকে খুলনার ১০ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার মুল মোড়ে মোড়ে পরিবহন শ্রমিকরা অবস্থান করছে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরই প্রতিবাদে ঝিনাইদহ সহ খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে পরিবহন শ্রমিকরদের।