ঝিনাইদহে ইভটিজিং করায় দুই বখাটের কারাদন্ড

ঝিনাইদহে ইভটিজিং করায় দুই বখাটের কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধার দিকে এ দ-াদেশ দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভীন।
দন্ড-প্রাপ্তরা হলো- কালীগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুর রহমান (১৮) ও বেলাট গ্রামের মজনুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (২১)।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভীন, সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাংগা ইউনিয়নের শমশেরনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক স্কুলছাত্রীর সাথে অশালীন করে সাইফুর রহমান ও রফিকুল ইসলাম। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের লোকজন সেখানে পৌঁছে তাদের আটক করে।
পরে আদালত বসিয়ে দন্ড বিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক সাইফুর রহমানকে ১৫ দিন এবং রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
খালিদ হাসান