ঝিনাইদহে ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার এর মানববন্ধন পালিত
1 min readঝিনাইদহের কালীগঞ্জে “ আমরা শান্তি চাই” এই শিরোনাম নিয়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে আধাঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার, প্রত্যাশা ২০২১ ফোরাম ও জৈব চাষী সমিতির। বর্তমান দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্তির প্রত্যাশায় মানববন্ধন পালন করে। কর্মসূচীতে অংশগ্রহন করেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এ সময় বক্তব্য রাখেন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, এস এম শাহীণ হোসেন প্রমুখ।