ঝিনাইদহে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট’র উদ্যোগে বৃক্ষ রোপন
1 min readঝিনাইদহ নিউজ: গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় সোমাবর (১৫ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঝিনাইদহ সরকারী কে সি কলেজসহ ৩টি প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ঔষধি ও ফলজগাছ রোপণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারী কেসব চন্দ্র মহাবিদ্যালয়ের (কেসি) কলেজের অধ্যক্ষ, প্রফেসর ডাঃ বি এম রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এর সভাপতি এ্যাডঃ আঃ খালেক সাগর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে আব্বাস।
এ সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি আহসান হাবিব রানা, উপদেষ্টা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম। এ সময় কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করে।