ঝিনাইদহে চালক ও হেলপারদের প্রশিক্ষণ
1 min read
আসন্ন কোরবানির ঈদে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা বাড়াতে ঝিনাইদহের পরিবহন সেক্টরের চালক ও হেলপারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে রোববার বিকেলে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার। সেসময় বাস, ট্রাক শ্রমিক নেতা ও চালকরা বক্তব্য রাখেন। পরে ট্রাফিক পুলিশেরে পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।