ঝিনাইদহে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ
1 min readকেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, স্বেচ্চাসেবক লীগের সভাপতি রবিউল ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।বক্তারা বলেন, যারা জঙ্গীদেরকে মদদ দিচ্ছে এবং লালন পালন করছে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। দেশের সর্বস্তরের মানুষকে জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।