
ঝিনাইদহে জঙ্গি সন্দেহে শিবির কর্মী গ্রেফতার

ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলা শহর থেকে জঙ্গি সন্দেহে রুহুল আমিন (২৫) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে হরিনাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ফজলু মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, শিবির কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জেলার হরিনাকুণ্ডু উপজেলা ভবনের সামনের সড়কে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে রাস্তার উপর থেকে শিবির কর্মী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গ্রেফতার শিবির কর্মী রুহুল আমিন জঙ্গি সংগঠনের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে।
তিনি জানান, তার বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। তাকে হরিনাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়েছে।