ঝিনাইদহে জমি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে যখম
1 min readঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর নামক স্থানে আরিফ হোসেন (৪৫) নামের এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
আরিফ হোসেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে।
বর্তমানে ওই ব্যবসায়ী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ছোট ভাই আমির হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে জানা যায়, জমি বেচা কেনাকে কেন্দ্র করে একই এলাকার খলিলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আরিফের। গত শুক্রবার বিকেলে মধুপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল আরিফ হোসেন। পথিমধ্যে ১০ নম্বর নামক স্থানে পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা শওকত, রাজ্জাক ও খলিল তার মোটর সাইকেলের গতিরোধ করে মারধর শুরু করে।
এক পর্যায়ে আরিফ হোসেন মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কোপাতে থাকে আসামীরা। আরিফের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামীরা আরিফের নিকট থাকা নগদ টাকা, ব্যাংকের চেক ও মোটর সাইকেলের কাগপত্র নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে আরিফকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, আরিফ হোসেন মারধরের ঘটনায় আমিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
” />