ঝিনাইদহে জামায়াতের ৪ নেতাকর্মী আটক
1 min readঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে নাশকতার আশংকায় জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশংকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় অভিযান পরিচালনা করে জামায়াতের ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।