Tue. Dec 24th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব

1 min read

ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব
ঝিনাইদহে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝিনাইদহ জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে আজ রোববার ভোরে সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিক পাড়া নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিমন একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। র‌্যাব তাকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্লেলন করার মধ্যে দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তার বিরুদ্ধে একাধিক জঙ্গী মামলা রয়েছে।
ঝিনাইদহ র‌্যাব-৬ এর কার্যালয়ে আজ রোববার দুপুর ২টার দিকে সংবাদ স¤েœলনের আয়োজন করা হয়। স¤েœলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, স্থানীয় ক্যাম্পের মেজর মনির আহমেদ ।
লিখিত বক্তব্য পাঠকালে র‌্যাব-৬ এর পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিসিক পাড়ায় অভিযান চালায়। অভিযানকালে জেএমবির আঞ্চলিক সমন্বয়কারী লিমন হুসাইনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে অত্র-অঞ্চলে জেএমবিকে সংগঠিত করে আসছিল। সরোয়ার-তামিম গ্রুপের সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে র‌্যাব জানায়।
লিমন জেলা সদরের চুয়াডাঙ্গা গ্রামে এ বছরের গত ১৬ ও ১৭ মে দু-দিনব্যাপি র‌্যাবের অভিযানকালে সুইসাইডেল ভেষ্ট ও এ্যান্টি পার্সেনেন মাইন সদৃশ্য ইমপ্রোভাইজড ডিভাইসসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার মামলার প্রধান পলাতক আসামী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *