ঝিনাইদহে তিন ঘর আগুনে পুড়ে ছাই
1 min readঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে আগুন লেগে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে রান্না করার সময় অসাবধানতাবশত রান্না ঘরে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন বসত ঘরসহ তিনটি ঘর পুড়ে যায়। আগুনের তীব্রতায় ঘরের কোন আসবাবপত্রও বের করতে পারেনি পরিবারের সদস্যরা।
বাড়ির মালিক কুদু মিয়া জানান, তার স্ত্রী রান্না ঘরে ভাত রান্না করার সময় অসাবধানতার কারণে রান্না ঘরে আগুন ধরে যায়। পরে তা বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির তিনটি ঘরের কোন খাট, চেয়ার-টেবিলসহ জামা-কাপড় কিছুই রক্ষা করা যায়নি। এতে তার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।