ঝিনাইদহে দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকের ভূয়া চিকিৎসকের জেল-জরিমানা
1 min readঝিনাইদহে মাজহারুল ইসলাম নামের এক ভূয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম এ দন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের গোরস্থানের সামনের দীপশিখা অর্নিবাণ চক্ষু ক্লিনিকে এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে রোগিদের সাথে প্রতারনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে রোগিদের সাথে প্রতারনার অপরাধে দি মেডিকেল এ্যান্ড কাউন্সিল এ্যাক্ট ২০১০ অনুয়ায়ী তাকে ৬ মাসের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিত বিশ্বাস পার্থ ও আরিফ আহম্মেদ উপস্থিত ছিলেন।