ঝিনাইদহে দেশীয় অস্ত্র তৈরীর কারিগর আটক ঢাল উদ্ধার (ভিডিও সহ)
1 min read
ঝিনাইদহ নিউজ:
ক্যাইজা ও সহিংসতায় ব্যবহৃত অন্যতম দেশীয় অস্ত্র- সরঞ্জাম তৈরীর কারিগর কৃষ্ণ দাস কে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মজুদকৃত ৮টি ঢাল । ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণী গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এসময় অস্ত্র-সামগ্রী তৈরীর কারিগর কৃষ্ণ দাস কে আটক করেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গ্রামাঞ্চলে ক্যাইজা ও সহিংসতার জন্য ঢাল-সড়কি তৈরী ও বিক্রি করার প্রস্তুতি চলছে। এমন খবরের ভিত্তিতে শৈলকুপার ত্রিবেনী গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গ্রামটির ঋষিপাড়া কৃষ্ণ দাসের বাড়ি থেকে ৮টি নতুন ঢাল উদ্ধার করে। এসব ঢাল চড়া দামে গোপনে বিক্রি করা হতো বিভিন্ন গ্রামাঞ্চলে। পুলিশ ঐ গ্রামের ধীরেন্দ্র নাথের ছেলে কৃষ্ণ দাস কে আটক করে।