ঝিনাইদহে পল্লী বিদ্যুতের মিটার রিডারদের ঈদপুর্ণমিলনী ও দাবী আদায়ে সমাবেশ
1 min readঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জারদের ঈদ পুর্ণমিলনী ও চাকরি নিয়মিত করণ এবং বিভিন্ন দাবী আদায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় আন্দোলন কমিটির সভাপতি আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন ওই কমিটির নেতা বিধান কুমার বিশ্বাস, আব্দুল মান্নান, সাইদুর রহমান, আমজাদ হোসেন, বিকাশ কুমারসহ অন্যান্যরা।সমাবেশে ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর ও যশোরের ৫ শতাধিক মিটার রিডার অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জার পদে আমরা চুক্তিভিত্তিক কর্মরত আছি।বিদ্যুতের অর্থবিভাগের গুরুত্বপূর্ণ কাজ গ্রাহকসেবা আমরা নিশ্চিত করি।
রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের বিল বিতরণ করি। ফলে, পল্লী বিদ্যুৎ থেকে প্রচুর অর্থ উপার্জন ও রাজস্ব অর্জন করে সরকার। কিন্তু পরিতাপের বিষয়, এতো কষ্টের পরেও আমরা কেবলই পল্লী বিদ্যুৎ সিস্টেমের চুক্তিভিত্তিক কর্মচারী।”
সেসময় বক্তারা, আমাদের চুক্তি চলমান রাখতে হবে, ৯ বছর চাকুরি বহাল রাখতে হবে, বেতন ভাতা বাড়ানোর নামে কর্মচারী ছাটাই বন্ধ করার দাবীও জানান।