ঝিনাইদহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
1 min readঝিনাইদহ নিউজ ডেক্স:
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পুটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী ফাতেমা খাতুন ও চার বছর বয়সী মিম খাতুন নামের দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। মিম ও ফাতেমা সম্পর্কে চাচাতো বোন।
দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো.ইছাহাক আলি জানান, শিশু দুটি সন্ধ্যার আগে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের হদিস মিলছিল না। রাতে শিশু দুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠোনে খেলা করছিল মিম ও ফাতেমা। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুরে তাদের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।