ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
1 min readঝিনাইদহে পানিতে ডুবে রাফি হোসেন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাফি ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, দুপুরে রফি খেলা করার সময় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ডোবায় শিশুটির মৃতদেহ ভেসে থাকতে দেখে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
খালিদ হাসান