ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ণ প্রকল্পের পাশে পুরিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অঙ্গাত এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আজ রাত ৩টার দিকে জেলার শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের পাশে একদল ডাকাত যখন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছল তখন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর হামলা চালায়। এ অবস্থায় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়।
তিনি জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় পুরিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে দাবী করেন তিনি। তবে নিহতের পরিচয় জানা যায়নি।