ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায়নিহত ২ আহত ৪
1 min readঝিনাইদহের মহেশপুরে নসিমন উল্টে রহিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। অপর দিকে সদর উপজেলার কয়ারগাছি ছালাভরায় সোমবার বিকেলে বাসচাপায় পিয়াস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, বিকেলে রহিমা খাতুন নসিমনে যশোর জেলার চৌগাছা যাচ্ছিলেন। তিনি হাবাশপুর এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুন নিহত হন। আহত হন চার জন। আহতরা হলেন- কালুহুদা গ্রামের রিতা খাতুন (৩৫), পারুলা বেগম (৪০), সুমী বেগম (২৫) ও আশাফুর রহমান (৪০)। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে,সদর উপজেলার কয়ারগাছি ছালাভরায় সোমবার বিকেলে বাসচাপায় পিয়াস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত পিয়াস সদর উপজেলার কয়ারগাছি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পিয়াস মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে কালীগঞ্জে যাচ্ছিলেন। ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের নারিশ পোল্ট্রি ফিড কারখানার সামনে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান। ওসি জানান, এ ব্যাপারে থানায় এখনো মামলা হয়নি।