ঝিনাইদহে প্রয়াত নায়করাজ রাজ্জাকের স্মরণসভা
1 min readপ্রয়াত নায়করাজ রাজ্জাকের স্মরণসভা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। অংকুর নাট্য একাডেমীর সাবেক সভাপতি রেজাউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ইসাহাক আলী, মীর আব্দুল মান্নান, তাসলিমা আক্তার তিন্নী, খসরুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন তার মৃত্যুতে আমাদের অপুরনীয় ক্ষতি হয়েছে। বক্তারা, তার শিল্পকর্মকে আকড়ে ধরে নতুন প্রজন্মের অভিনেতাদের কাজ করার আহ্বান জানান।