Sun. Dec 22nd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহে বসত ঘরে ৫৫টি গোখরা সাপ (ভিডিও সহ)

1 min read

ঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের শৈলকুপায় একটি বসত ঘরে দেখা মিলছে ৫৫টি বিষধর গোখরা সাপের । স্থানীয় এক সাপুড়িয়ার মাধ্যমে ঘরের খাঁটের নীচে খুঁড়ে সাপের সন্ধ্যান পায় পরিবারটি । এরপর দিনভর ব্যাপকভাবে খোঁড়াখুঁড়ি করে ২টি গর্ত থেকে একে একে ধরে আনে ৫৫টি বিষধর গোখরা সাপ ।

ঝিনাইদহের শৈলকুপা পৌর শহরের কৃষক আব্দুল হালিম, ৩ছেলে আর স্ত্রী নিয়ে তাদের সংসার । তাদের টিনশেড বসতঘর আর ঘরের মেঝে মাটির । এই ঘরেই তাদের থাকা-খাওয়া । তবে প্রতিদিনের মতো দৈনন্দিন ঘর-গৃহস্থলীর কাজ করতে গিয়ে হালিমের স্ত্রী সাপের খোঁসা দেখতে পান ঘরের মধ্যে । ভয় আর আতঙ্ক ভর করে পরিবারের সদস্যদের মাঝে। আর তা জানানো হয় স্থানীয় সাপুড়িয়া(ওঝা) চিত্ত রঞ্জন দাস কে ।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দুটি বসত ঘরে চলে ব্যাপক খোঁড়াখুড়ি। এক পর্যায়ে দুপুর থেকে ১টি গতে বেশ কিছু গোখরা সাপের বাচ্চা পাওয়া যায় । আরেকটি গর্তে মেলে আরোও একটু বড় আকারের গোখরা সাপ । এসব সাপে কাঁমড় দিলে তাৎক্ষনকি মৃত্যু ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *