ঝিনাইদহে বাবার সঙ্গে অভিমান করে ছলের আত্মহত্যা
1 min read

ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে বাবার সঙ্গে অভিমান করে মানিক হোসেন (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কিশোর ওই গ্রামের বশির উদ্দিন ম-লের ছেলে।
এলাকবাসী জানায়, বাড়িতে কাজ করাকে কেন্দ্র করে সকালে বাবা বশির উদ্দিন মানিককে বকাবকি করে। এতে বাবার ওপর অভিমান করে মানিক হোসেন নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অপুর্ব কুমারকে মৃত বলে ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।