ঝিনাইদহে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
1 min readঝিনাইদহে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশ লাইনে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ- জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শণ করা হয় প্যারেড। পরে জেলা পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন খেলায় অংশ নেয়।
খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি এস এম মনির-উজ-জামান সহ খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।