ঝিনাইদহে বাস খাদে পড়ে হেলপার নিহত
1 min readঝিনাইদহ ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাস উল্টে খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার লাউদিয়ায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজাদের বাড়ি যশোর শহরের বেজপাড়া গ্রামে।
ঝিনাইদহ সদর থানার এসআই বদিউর রহমান জানান, সকালে খুলনা থেকে আসা রূপসা পরিবহনের একটি বাস লাউদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বাসের হেলপার আজাদ বাস থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ওই বাসের হেলপার আজাদ মারা যায়।