ঝিনাইদহে বিএনপির ঝটিকা মিছিল, আটক-৪
1 min readহরতালের সমর্থনে ঝিনাইদহে ঝটিকা মিছিল করেছে বিএনপি । ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার সকাল ৮টার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের আইএসটি এলাকায় এ মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা।
এদিকে নাশকতার আশংকায় ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে ৪ জামায়াত-শিবির কর্মী কে আজ ভোরেরর দিকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার আশংকায় তাদের কে আটক করা হয়েছে। এদিকে হরতালে ঝিনাইদহ জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। শহরের দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠান কিছু খোলা থাকলেও বেচা-কেনা কম বলে ব্যবসায়ীরা জানায়।